দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে এক প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার সিআইসি সুবীর ঘোষ। এ দিন সন্ধ্যায় শারদীয়ার প্রাক্কালে শেওড়াফুলিতে এক অনুষ্ঠানে কয়েকশো মানুষের হাতে নূতন বস্ত্র তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্য জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জি, বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, পৌর প্রধান পিন্টু মাহাতো সহ বৈদ্যবাটি পুরসভার সমস্ত পুর সদস্যগণ ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় পুর সদস্য রাজু পারুই। আজকের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে সুবীর বাবু জানান প্রতিবছর পুজোর আগে আমরা কিছু মানুষের হাতে নুতন বস্ত্র তুলে দিই , এবারও আমরা এই অনুষ্ঠান করলাম, আমরা মনে করি পূজোর আনন্দ যদি আমরা সকলে মিলে ভাগ করে নিই সেইটাই হবে আমাদের সার্থকতা, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষাই দিয়েছেন।