কলকাতা, ২১ সেপ্টেম্বর : আশ্বিনের আকাশের মুখভার। মহালয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার ওপর ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, ফলে এবার পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্বাভাসে জানিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ায় প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম।