Country

1 day ago

Swati Maliwal: সত্যকে নত করে দেওয়ার ক্ষমতা নেই মন্দের,স্বাতী মালিওয়াল

Swati Maliwal
Swati Maliwal

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তিনি প্রত্যয়ের সঙ্গে বলেছেন, সত্যকে নত করে দেওয়ার ক্ষমতা নেই মন্দের। রবিবার সকালে দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে পূজার্চনা করেছেন স্বাতী মালিওয়াল।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাতী বলেছেন, "বিগত এক বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। এই পুরো বছরে একমাত্র ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। এই যুদ্ধ আমরা একাই লড়েছি এবং আমি বিশ্বাস করি, মন্দ যত বড়ই হোক, যত শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের কাছে মাথা নত করতে হবে। ঈশ্বরের আশীর্বাদের কারণেই আমরা বেঁচে আছি এবং সত্যের জন্য লড়াই করতে পেরেছি এবং আমাদের সামনের মানুষদের অনেক ক্ষমতা, প্রচুর অর্থ, কর্তৃত্ব এবং আমি একা লড়াই করেছি এবং ঈশ্বর আমার সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। মন্দের এত শক্তি নেই যে তা সত্যকে নত করে দিতে পারে।"

You might also like!