Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

West Bengal

4 months ago

Black Day : ১৪-ই ফেব্রুয়ারি সারা পৃথিবী প্রেমের দিবস হিসেবে পালন করলেও , ভারতীয়রা কিন্তু এটিকে একটি কালো দিন হিসাবেই পালন করে

Black Day (Symbolic picture)
Black Day (Symbolic picture)

 

বিকি মান্না (ডানকুনি): ২০১৯ সালে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন বীর সৈনিকদের, আত্মত্যাগ কে স্মরণীয় করে রাখতে এবং প্রকৃতির প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে হুগলি জেলা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সম্পাদক শেখ মাবুদ আলীর উদ্যোগে ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে ৪০ টি লাল চন্দন গাছ রোপন করা হলো। 

 শুধু এই বছরই নয় শেখ মাবুদ আলী ২০২০ সাল থেকেই প্রতি বছর ১৪-ই ফেব্রুয়ারি দিনটি কালো দিন হিসেবে পালন করেন, এবং ৪০ জন শহীদ জাওয়ানের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ করেন , যেভাবে আমরা ৪০ জন দেশের বীর জাওয়ান কে হারিয়েছি , যেভাবে তারা দেশের জন্য নিজেদের প্রাণের বলিদান দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোপন করা হলো ৪০ টি লাল চন্দন গাছ, প্রতিটি গাছ এক এক জন সেনার নামে বসানো হয়েছে, আগামী দিনে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজকে অক্সিজেন প্রদান করবে, প্রবল গ্রীষ্মে সাধারণ মানুষ এই গাছের তলায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারবে । পাশাপাশি তিনি জানান যখন আমি এই রাস্তা দিয়ে যাব বা এই গাছের তলে এসে দাঁড়াবো তখন মনে হবে দেশের ৪০ জন বীর জওয়ান সৈনিক এখনো তারা সেবা দিচ্ছে দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য, শহীদ কখনো হারিয়ে যায় না , এই ৪০ জন শহীদ জাওয়ান কখনো হারিয়ে যাবে না, যতদিন থাকবে এই ভারতবর্ষ ততদিন এই ৪০ জন শহীদ আমাদের হৃদয় গেঁথে থাকবে ।

You might also like!