বিকি মান্না (ডানকুনি): ২০১৯ সালে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন বীর সৈনিকদের, আত্মত্যাগ কে স্মরণীয় করে রাখতে এবং প্রকৃতির প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে হুগলি জেলা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সম্পাদক শেখ মাবুদ আলীর উদ্যোগে ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে ৪০ টি লাল চন্দন গাছ রোপন করা হলো।
শুধু এই বছরই নয় শেখ মাবুদ আলী ২০২০ সাল থেকেই প্রতি বছর ১৪-ই ফেব্রুয়ারি দিনটি কালো দিন হিসেবে পালন করেন, এবং ৪০ জন শহীদ জাওয়ানের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ করেন , যেভাবে আমরা ৪০ জন দেশের বীর জাওয়ান কে হারিয়েছি , যেভাবে তারা দেশের জন্য নিজেদের প্রাণের বলিদান দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোপন করা হলো ৪০ টি লাল চন্দন গাছ, প্রতিটি গাছ এক এক জন সেনার নামে বসানো হয়েছে, আগামী দিনে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজকে অক্সিজেন প্রদান করবে, প্রবল গ্রীষ্মে সাধারণ মানুষ এই গাছের তলায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারবে । পাশাপাশি তিনি জানান যখন আমি এই রাস্তা দিয়ে যাব বা এই গাছের তলে এসে দাঁড়াবো তখন মনে হবে দেশের ৪০ জন বীর জওয়ান সৈনিক এখনো তারা সেবা দিচ্ছে দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য, শহীদ কখনো হারিয়ে যায় না , এই ৪০ জন শহীদ জাওয়ান কখনো হারিয়ে যাবে না, যতদিন থাকবে এই ভারতবর্ষ ততদিন এই ৪০ জন শহীদ আমাদের হৃদয় গেঁথে থাকবে ।