Festival and celebrations

1 hour ago

Mahalaya 2025: দেবীপক্ষের সূচনা; মহালয়ায় চক্ষুদান মাতৃ প্রতিমার, গঙ্গার ঘাটে তর্পণ

Mahalaya 2025
Mahalaya 2025

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। রবিবার মহালয়ার ভোরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গঙ্গার ঘাটে চলল তর্পণ। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা-সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ হয় ভোর থেকেই। হাতে আর মাত্র কিছু দিন বাকি, পুজোর আনন্দ আবেশে মেতে উঠেছেন অনেকেই। কুমোরটুলি হোক অথবা অন্য কোনও পটুয়া পাড়া প্রায় সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। ছোট থেকে বড় নানা প্রতিমার বাহারে সেজে উঠেছে কুমোরটুলিও। সব কিছুই যেন জানান দিচ্ছে মা এসে গিয়েছেন। পাড়ায় পাড়ায় অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধার কাজ। এখন তা শেষের দিকে। প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই কুমোরটুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা।

You might also like!