Entertainment

12 hours ago

Tollywood News: টালিগঞ্জে কাটল অচলাবস্থা, সেটে হাজির টেকনিশিয়ানরা

Shooting Time
Shooting Time

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : পরিচালক সৃজিত রায়ের সেট তৈরির কাজ ফের শুরু হল। সেটে হাজির টেকনিশিয়ানরা। এই সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা। তবে সোমবার সকাল থেকে সিরিয়ালের সেট তৈরির কাজ নতুন করে শুরু হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে পরিচালক সৃজিত রায়ের শ্যুটিং সেট তৈরির কাজ বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন, দুই মন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট। শনিবার থেকেই বিভিন্ন শ্যুটিংয়ের যে জটিলতা ছিল তা কেটে গিয়েছিল।

রবিবার 'সেকেন্ড সানডে' হওয়ায় বিভিন্ন ধারাবাহিক-সহ পুরো শ্যুটিং ফ্লোরই বন্ধ থাকে। তাই সোমবার থেকেই শ্যুটিং ফ্লোরে কাজ শুরুর কথা ছিল। টেকনিসিয়ানরা শ্যুটিং সেট তৈরির কাজে আসবেন সেকথা জানা গিয়েছিল। সেই মতোই সোমবার থেকে কাজ শুরু হয়। সৃজিত রায়ের আসন্ন ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে সেট তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে যায়। দ্রুততার সঙ্গে চলছে কাজ। তবে এতদিন কাজ বন্ধ থাকায় অবশ্য ধারাবাহিকের সম্প্রচার কিছুটা পিছিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আগামী ২০ তারিখ দুই মন্ত্রীর সঙ্গে ফের পরিচালকদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আগেই ১৬ দফা দাবি জানিয়েছিলেন পরিচালকরা। তার মধ্যে অন্যতম মূল দাবি ছিল যে, যেখানে ৬০ জন টেকনিসিয়ান লাগছে না, সেখানে কেন কম টেকনিসিয়ান নিয়ে কাজ হবে না? আগামী ২০ ফেব্রুয়ারি এই ১৬ দফা দাবি নিয়েই পরিচালকদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের পরই জানা যাবে পরবর্তীতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আপাতত চেনা ছন্দে ফিরেছে টালিগঞ্জের স্টুডিওপাড়া।

You might also like!