দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কেউ ভাবেনি! অদম্য সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিরাট ধাক্কা দিল ভারত। শ্বাসরুদ্ধকর এক ইনিংসে 'উইমেন ইন ব্লু' অজি বধ করে মহিলা ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নিজেদের স্থান পাকা করে নিল।সেই প্রেক্ষিতেই নেটভুবনে রব উঠেছে- যা পারেনি ‘মেন ইন ব্লু’, সেই অসাধ্যসাধন করে দেখিয়েছে জেমাইমা-হরমনপ্রীতরা! এপ্রসঙ্গে ‘দঙ্গল’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলতে হয়- ‘হামারি ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কে?’ এমন জয়োল্লাসের আবহে সোশাল পাড়ায় ট্রেন্ডিং পতৌদিদের বউমা। কারণ এদিন সেমিফাইনাল ম্যাচ দেখতে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাজির ছিলেন করিনা কাপুরও। ভারত জিততেই তাই নেটভুবনে ‘জেমি’দের সঙ্গে বেবোরও জয়জয়কার। একাংশের দাবি, হরমনদের মারাকাটারি পারফরম্যান্সের পাশাপাশি সেমিফাইনাল জয়ের নেপথ্যে ‘লাকি চার্ম’ হিসেবে কাজ করেছে করিনার উপস্থিতি। আর সেই প্রেক্ষিতেই ফাইনাল ম্যাচে বলিউড অভিনেত্রীর ‘হাজিরা’ চাইছেন অনুরাগীরা।
কারও মন্তব্য, ‘উইমেন ইন ব্লু’কে টনিক জোগাতে ফাইনাল ম্যাচের দিন প্লিজ মাঠে আপনিও উপস্থিত থাকুন করিনা।’ এ যেন অদ্ভূত সিনেম্যাটিক সমাপতন! ‘জোয়া ফ্যাক্টর’ সিনেমার মতোই করিনাকে ‘লাকি চার্ম’ ঘোষণা করে দিলেন কেউ কেউ। তাঁদের কথায়, পতৌদিদের ‘পারফেক্ট বউমা’ ‘উইমেন ইন ব্লু’র জন্য ‘লাকি’। আবার একাংশের আর্জি, ‘করিনা আপনি ফাইনাল ম্যাচে উপস্থিত থাকলে আমাদের নারীবাহিনির মনোবল বাড়বে।’ বেবোকে ট্যাগ করে কেউ বললেন, ‘মাঠে আপনার উপস্থিতি আমাদের ভাগ্যচক্র ঘুরিয়ে দিয়েছে! আমাদের মেয়েরা অজি বধ করে জয় ছিনিয়ে নিয়েছে।’ এহেন নানা মন্তব্যের ভিড় সোশাল পাড়ায়। আগামী ৩ নভেম্বর ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্মুখ সমরে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। এবার দেখার, অনুরাগীদের আবদারে ফাইনাল ম্যাচে করিনা কাপুর উপস্থিত থাকবেন কি না?
পতৌদি পরিবারের বউমা। শ্বশুর মনসুর আলি খান কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার। স্বামী সইফ আলিও ইংল্যান্ডে পড়াকালীন ক্রিকেট খেলতেন। তবে বাবার মতো ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেননি তিনি। আর সেই পরিবারের বউমা হিসেবে একাধিকবার ক্রিকেটের প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ করেছেন করিনা কাপুর। বৃহস্পতিবার ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নবি মুম্বইয়ে সেমিফাইনাল ম্যাচ দেখতে হাজির হন বোবো। ‘উইমেন ইন ব্লু’কে উৎসাহ জোগাতে হরমনপ্রীত কৌরের টিমের সঙ্গে ম্যাচের আগে খোশআড্ডা দেন। এমনকী একফ্রেমে গোটা টিমকে নিয়ে ছবিও তোলেন। সেসব মুহূর্তই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। যা দেখে করিনাকে ফাইনাল ম্যাচে থাকার আবদার জানিয়েছেন অনুরাগীরা।
