দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দীপিকা পাড়ুকোনের কেরিয়ারের এ বছর যেন এক রোলারকোস্টারের যাত্রা—কখনও উত্থান, কখনও পতন। বছরের শুরুতেই ভাঙার ছবিতে তাঁকে দেখা যাবে না বলে ঘোষণা আসে। সেই ধাক্কা সামলানোর আগেই আরও এক নতুন অধ্যায়—‘কল্কি’র সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন তিনি। কারণ? দীপিকার স্পষ্ট শর্ত—তিনি দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। মাতৃত্বকালীন জীবনে এখন তিনি নিজের ও সন্তানের সুস্থতাকেই প্রাধান্য দিচ্ছেন। তাই কোনও আপস নয়, কোনও অতিরিক্ত চাপ নয়।
এই সিদ্ধান্তে তিনি অটল থেকেছেন, কিন্তু তা নিয়ে কোনও বিতর্ক বা তর্কে জড়াননি। তাঁর নীরবতাই যেন হয়ে উঠেছে তাঁর জবাব। তবে এবার যা ঘটল, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য নেটদুনিয়ায়। কারণ, অভিনয় শেষ করার পরও কোনও এক রহস্যজনক কারণে ছবির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে গেল দীপিকার নাম!
ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। দীপিকা-ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছেন—কেউ বলছেন, “এটা একেবারেই অন্যায়!”, কেউ আবার প্রশ্ন তুলছেন, “অভিনয় করার পরও নাম বাদ দেওয়া হল কেন?”সব মিলিয়ে, দীপিকার এই বছরটা যেন কেরিয়ার নয়, এক নাটকীয় অধ্যায়ের মতো—যেখানে তিনি নিজেকে মেলে ধরছেন এক দৃঢ়, আত্মবিশ্বাসী নারীর ভূমিকায়। যিনি হার মানেন না, কিন্তু নিজের সীমারেখা টানতে জানেন।
জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে নায়িকার নাম। ছবি শেষে সকলের নাম থাকলেই নেই দীপিকা। আর তাতে রীতিমতো ফুঁসে উঠেছেন নায়িকার ভক্তকুল। এক্স হ্যান্ডলে এই নিয়ে পোস্ট করে দীপিকা অনুরাগীরা লিখেছেন, ‘ক্রেডিট মানে শুধুই একটা নাম নয়। এর অর্থ একজন অভিনেত্রীকে স্বীকৃতি ও সম্মান জানানো। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটা তাঁর প্রাপ্য। ওটিটিতে মুক্তির দীর্ঘ সময় পর এই ছবিতে তাঁর নাম নেই এটা মেনে নেওয়া যায় না।’
এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। নেটিজেনরা এর প্রত্যুত্তরে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসকে উদ্দেশ্য করে লেখেন, ‘এটি অত্যন্ত খারাপ প্রযোজনা সংস্থা। আপনাদের কী মনে হয়? ওটিটি মাধ্যমে আপনাদের এই ছবির শেষে দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম বাদ দিলে তাঁর ফিল্মি কেরিয়ারে কিছু ঘাটতি হবে? কখনই নয়।’ গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল যে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা।আরও বলা হয় একটি ছবি করতে যে দায়বদ্ধতা থাকে তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুব দরকার। ছবিটি প্রযোজনা সংস্থা সময়মতো শেষ করতে চান। এবং তাই এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পেরেই প্রযোজনা সংস্থার তরফে এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। তবে একের পর এক ঘটনার পরেও দীপিকা থেকেছেন এক্কেবারে ‘স্পিকটি নট’ হয়েই। যদিও নিজের কাজের মাধ্যমেই জবাব দিতে ভালোবাসেন তিনি। আর ঠিক সেভাবেই আগামীতে শাহরুখের ‘কিং’ ছবিতে ও অ্যাটলির পরিচালনায় আল্লুর সঙ্গে দেখা যাবে নায়িকাকে।
credits aren’t just names at the end of a movie. They’re acknowledgment, accountability, and respect for the work put in. When someone like Deepika Padukone, who’s played a pivotal role in shaping the emotional core of Kalki, isn’t credited even after months of OTT release pic.twitter.com/IcQOe0qSmW
— Dua Padukone (@Duapadukone) October 28, 2025
