Breaking News

 

Entertainment

3 hours ago

Shashi Tharoor: ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ মুগ্ধ থারুর, আরিয়ানকে জানালেন কুর্নিশ!

Shashi Tharoor reviews Aryan Khan's Bads Of Bollywood and said it's a must-watch
Shashi Tharoor reviews Aryan Khan's Bads Of Bollywood and said it's a must-watch

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ আবার সমালোচনায় মুখর। তবে সব কটিকে ছাপিয়ে সমালোচকদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আরিয়ানকে উচ্ছ্বসিত প্রশংসা জানালেন শশী থারুর।

সম্প্রতি X হ্যান্ডলে তিনি লেখেন, “দু’দিন আগে সর্দি, কাশি হয়েছিল বলে সমস্ত কাজকর্ম বাতিল করি। আমার বোন, কর্মী কম্পিউটার থেকে নজর ঘুরিয়ে নেটফ্লিক্সের সিরিজের দিকে আনে। সদ্যই আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দেখা শেষ করলাম। আমি প্রশংসার ভাষা হারিয়ে ফেলছি। সংলাপের ক্ষুরধার বাঁধুনি, পরিচালনা নির্ভীক। বিদ্রুপ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসাধারণ কাজ করেছো। সিরিজের সাতটি পর্ব দেখে আরিয়ান খানকে কুর্নিশ।” সবশেষে শাহরুখকে ট্যাগ করে শশী আরও লেখেন, “একজন বাবা হিসাবে আরেক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত।” 

উল্লেখযোগ্যভাবে, প্রথম ওয়েব সিরিজ পরিচালনাতেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আরিয়ান খান। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তিনি ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্র জগতের নানা অজানা দিক—নেপোটিজম থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরের বিতর্কিত বাস্তবতা পর্যন্ত। মুক্তির আগে থেকেই এই সিরিজ ঘিরে তৈরি হয় জলঘোলা। আরিয়ানের গ্রেপ্তারির সময় বহু মানুষ অভিযোগ তুলেছিলেন যে এনসিবি-র প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে ইচ্ছে করে বলিউড তারকাদের নিশানা করেন। সেই প্রসঙ্গকেই ব্যঙ্গের ছলে তুলে ধরেছেন আরিয়ান তাঁর সিরিজে এক সংলাপের মাধ্যমে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান সিরিজটি নিষিদ্ধ করার জন্য এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। যদিও পরে সেই মামলা কোনও ভিত্তিই পায়নি।

You might also like!