Breaking News
 
Yogi Adityanath:স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত! গাজিয়াবাদে হাসপাতাল উদ্বোধনে যোগী: “দিল্লির বদলে ইউপি-তেই বিশ্বমানের চিকিৎসা” 100 Days Worker: মোদী সরকারকে দিতেই হবে বাংলার ১০০ দিনের কাজের বকেয়া, সুপ্রিম কোর্টে বহাল হাই কোর্টের নির্দেশ Shreyas Iyer:হঠাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ! কেন আইসিইউ-তে রয়েছেন শ্রেয়স আইয়ার? এসআইআর ঘোষণার আগে বড় রদবদল, দশ জেলাশাসক-সহ ১৭ জন আমলাকে বদলি করল রাজ্য প্রশাসন Bangladesh: পাক জেনারেলকে উপহার দেওয়া মানচিত্রে কেন ভারতের ‘৭ বোন’? ইউনুসের কীর্তিতে ফের কূটনৈতিক তরজা! Shantanu Thakur:এসআইআর-এর মধ্যেই CAA অস্ত্র শান্তনুর হাতে, মতুয়া ভোট নিয়ে বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বেগ?

 

Country

2 hours ago

Yogi Adityanath:স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত! গাজিয়াবাদে হাসপাতাল উদ্বোধনে যোগী: “দিল্লির বদলে ইউপি-তেই বিশ্বমানের চিকিৎসা”

Yogi Adityanath
Yogi Adityanath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:উত্তরপ্রদেশে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের মধ্যে গাজিয়াবাদে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে স্বাগত জানান, তিনি ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলও উপস্থিত ছিলেন।

​যশোদা মেডিসিটিকে বিশ্বমানের স্বাস্থ্য পরিকাঠামোয় ঢেলে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালটি শুধু ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের নয়, গোটা উত্তরপ্রদেশের মানুষকে পরিষেবা দেবে। তিনি জোর দিয়ে বলেন, এখন আর চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে কথায় কথায় দিল্লি ছুটতে হবে না। উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা এখন গাজিয়াবাদেই পাওয়া যাবে।

​মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালে ড. পি.এন. অরোরা ‘ইনভেস্ট ইউপি’-র সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছিলেন। মাত্র তিন বছরেই সেই প্রকল্প বাস্তব রূপ পেল। এই হাসপাতাল তৈরিতে ৫,০০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এটি রাজ্যের পরিবর্তিত সুঠাম অর্থনীতির প্রমাণ।

​এখানে ক্যানসার-সহ বিভিন্ন গুরুতর রোগের আধুনিক চিকিৎসা হবে। যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে স্বাস্থ্যক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার হয়েছে। তিনি ভারতীয় দর্শন উল্লেখ করে বলেন, ‘শরীরম্ আদ্যং খলু ধর্ম সাধনম্’। অর্থাৎ সুস্থ শরীরেই জীবনের সব উদ্দেশ্য পূরণ হয়।​তিনি ড. অরোরা ও তাঁর দলকে ধন্যবাদ জানান। ড. অরোরা আর্থিক অবস্থা নির্বিশেষে সবার চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই হাসপাতাল কর্মসংস্থান ও আস্থার নতুন অধ্যায় রচিত করবে বলে মনে করছেন রাজ্যবাসী।


You might also like!