
নয়াদিল্লি, ২৪ অক্টোবর : অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটাকুরু গ্রামের কাছে শুক্রবার ভোররাতে একটি বাইকের সঙ্গে ধাক্কার লাগার পর লাক্সারি বাসটিতে আগুন ধরে যায়। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে ৪০ জন যাত্রী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আহতও অনেকে।
