দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসআইআর শুরুর প্রাক্কালে রাজ্য প্রশাসনে বিশাল রদবদল। দশ জন জেলাশাসক-সহ মোট ১৭ জন আমলার বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে। নির্বাচনের আগে এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ স্পর্শকাতর জেলাগুলিতেই (যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দার্জিলিং, মুর্শিদাবাদ ইত্যাদি) জেলাশাসকদের পদে পরিবর্তন আনা হয়েছে। কেবল জেলা নয়, সরকারি দপ্তরের সচিব এবং কলকাতা পুরসভাতেও ব্যাপক রদবদল আনা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক ছিলেন IAS শরদকুমার দ্বিবেদী। তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব করা হলো। IAS শশাঙ্ক শেঠিকে করা হলো উত্তর ২৪ পরগনার জেলাশাসক। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার করা হলো।
মালদার জেলাশাসক হলেন প্রীতি গোয়েল। মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া, পুরুলিয়ার জেলাশাসক কোন্থম সুধীর, ধবল জৈন হলেন বীরভূমের জেলাশাসক। সরলেন বিধান রায়। খাদ্য ও সরবরাহ বিভাগের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে তাঁকে।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হলেন ইউ. রিসিন ইসমাইল, কোচবিহারের জেলাশাসক হলেন রাজু মিশ্র, ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর, দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র।
১০ জন এসিডও বা মহকুমাশাসকের বদলি হয়েছে। তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, হুগলির চন্দননগর, নদিয়ার রানাঘাট, পশ্চিম মেদিনীপুরের এগরা, দার্জিলিংয়ের শিলিগুড়ি, জলপাইগুড়ির মাল, বীরভূমের রামপুরহাট, উত্তর ২৪ পরগনার বসিরহাট।
