Breaking News

 

Entertainment

2 hours ago

Actress Sudipta Chakraborty: অভিনয়ে ফের বাজিমাত সুদীপ্তার—কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল অভিনেত্রীর দুই ছবি!

Actress Sudipta Chakraborty
Actress Sudipta Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী একসঙ্গে জানালেন জোড়া সুখবর। আগামী ৮ নভেম্বর রবীন্দ্রসদনে পর্দা খুলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর সেখানেই বাংলা প্যানোরমা প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সুদীপ্তার দুটি ছবি। 

২৬ অক্টোবর পরপর দুটি পোস্ট করে সুদীপ্তা জানালেন এই সুখবর। প্রথম ছবিটির নাম ‘পড়শী’। এই ছবিতে সুদীপ্তা ছাড়া অভিনয় করেছেন ইন্দ্রাশীষ রায়, নিমিশা, সজায়ন, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শতফ ফিগার। ছবিটি বড় পর্দায় এখনও মুক্তি পায়নি। বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই এই বড় সুখবরটি জানালেন সুদীপ্তা। দ্বিতীয় ছবিটির নাম ‘হালুম’। এই ছবিটিও ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে। এই সিনেমায় লীলাময়ী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই সিনেমায় সুদীপ্ত ছাড়া অভিনয় করতে দেখা যাবে পারিজাত চৌধুরী, সাত্যকি বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, পিয়ান সরকার এবং সায়ন ঘোষকে। 

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্পটি নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক রাজা চন্দ। সিনেমায় বাঘু মান্নার চরিত্রে অভিনয় করবেন অন্যতম অভিনেতা সত্যম ভট্টাচার্য। ময়না চরিত্রে অভিনয় করবেন পারিজাত চৌধুরী। রিসচা ফিল্মস প্রযোজিত এই ছবিটির প্রথম পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গিয়েছে। এই সিনেমার চিত্রনাট লিখেছেন ভাস্কর চৌধুরী, যিনি পারিজাতের বাবা। পরিচালক রাজা চন্দের স্ত্রী পিয়ানকেও দেখতে পাওয়া যাবে এই ছবিতে অভিনয় করতে। তিনি অভিনয় করবেন সুবলা চরিত্রে। এছাড়া সিনেমায় জ্যোতি উকিলের চরিত্রে অভিনয় করবেন চন্দন সেন। এই সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন সাত্যকি বন্দোপাধ্যায় এবং মন ফকিরা ব্যান্ড। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে শান্তিনিকেতনের নিরিবিলি স্থানে। 

বর্তমানে সান বাংলার জনপ্রিয় শো লাখ টাকার লক্ষ্মী লাভ-এর সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে সুদীপ্তা চক্রবর্তীকে। দক্ষ হাতে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আসছে ৩১ অক্টোবর অনুষ্ঠানের ফিনালে আয়োজিত হবে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 

You might also like!