Country

9 hours ago

Delhi AQI: বায়ুদূষণে জেরবার দিল্লি, বুধেও বিষাক্ত জাতীয় রাজধানীর বাতাস

Firecrackers set off during Diwali festival
Firecrackers set off during Diwali festival

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : দীপাবলির পর এক দিন কেটে গিয়েছে। বুধবার দ্বিতীয় দিনেও দিল্লির বাতাসের গুণমানে কোনও হেরফের হয়নি। মঙ্গলবার রাতেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলেছে বাজি পোড়ানোর ধুম। ফলে বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) থেকে গিয়েছে ‘খুব খারাপ’-এর পর্যায়েই।

এদিন সকালে ইন্ডিয়া গেট এলাকায় বাতাসের গুণমান সূচক ছিল ৩৬২, যা খুব খারাপ পর্যায়েই পড়ে। আর কে পুরমে বাতাসের গুণমান সূচক ছিল ৩৮০, অক্ষরধাম এলাকায় ৩৬০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-র ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় একিউআই রেকর্ড হয়েছে ৩৪৫, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। শহরের মোট ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪টিই ছিল ‘রেড জোন’-এ। বেশির ভাগ এলাকাতেই বাতাসের গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘ভয়ানক’ পর্যায়ে ছিল

You might also like!