Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

kolkata

3 hours ago

Kolkata: কালো ধোঁয়ায় ঢাকল শহর, ভাইফোঁটার সকালেই আগুনে তোলপাড় কলকাতা

The city is shrouded in black smoke, Kolkata is engulfed in flames on the morning of Bhaiphonta
The city is shrouded in black smoke, Kolkata is engulfed in flames on the morning of Bhaiphonta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে থমকে গেল খাস কলকাতা। আমহার্স্ট স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেসে হঠাৎই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজে বিপাকে পড়ছেন দমকলকর্মীরা, তবু গ্যাসমাস্ক পরে কালো ধোঁয়ার মধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। এখনও পর্যন্ত আগুনের উৎস স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ আগুন।

জানা যায়, স্থানীয় মানুষজনই এদিন সকালে ওই প্রিন্টিং প্রেস থেকে একেবারে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় দমকল এবং পুলিশে। ছুটে আসে এক এক করে দমকলের তিনটি ইঞ্জিন। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।শুধু তাই নয়, প্রিন্টিং প্রেস হওয়ায় প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুত ছিল বলে দাবি। আর সেই কারণে আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। একেবারে কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে গ্যাসমাস্ক পড়ে ভিতরে ঢুকতে হন দমকল কর্মীদের।

জানা যাচ্ছে, বিধ্বংসী আগুনে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষভাবে সতর্ক দমকল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকল এবং পুলিশের আধিকারিকরা।

You might also like!