Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Festival and celebrations

2 months ago

Chhath Mahaparva 2025: ৪-দিন ব্যাপী ছটপুজোর সূচনা, নদী ও জলাশয়ে পুণ্যস্নান ভক্তদের

Chhath Puja 2025
Chhath Puja 2025

 

পাটনা, ২৫ অক্টোবর : শুরু হয়ে গেল ৪-দিন ছটপুজোর। শনিবার ছটপুজোর প্রথম দিনে ভক্তরা 'নাহায়-খাই'-এর আচার পালন করেন। নদী ও জলাশয়ে পুণ্যস্নান করেন ভক্তরা। ৪-দিনব্যাপী ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে শুরু হয়ে সপ্তমীর দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শেষ হয়। এই উৎসব শুরু হয় 'নাহায়-খাই' (নাওয়া-খাওয়া) দিয়ে, যার পরে থাকে খরনা এবং সূর্যাস্তের পর সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করা হয়।

প্রথম দিন (চতুর্থী): 'নাহায়-খাই' (নাওয়া-খাওয়া) দিয়ে উৎসবের সূচনা হয়, যেখানে ভক্তরা স্নান করে শুদ্ধ হন এবং নিরামিষ আহার করেন।

দ্বিতীয় দিন: 'খরনা' হয়, যেখানে উপবাসী ভক্তরা শুধু একবার নিরামিষ খাবার গ্রহণ করেন।

তৃতীয় দিন: ভক্তরা সূর্যাস্তের পর নদীর তীরে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন।

চতুর্থ দিন: সূর্যোদয়ের আগে পর্যন্ত পূজা চলে এবং সূর্যোদয় হলে 'উষা অর্ঘ্য' নিবেদনের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এই দিন প্রসাদ বিতরণ করা হয়।

You might also like!