Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Entertainment

3 hours ago

Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল

Vidya Balan-Enrique Iglesias
Vidya Balan-Enrique Iglesias

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর, অবশেষে মায়ানগরী মুম্বইয়ে দু'দিনব্যাপী কনসার্ট করতে এসেছেন আন্তর্জাতিক পপ তারকা এনরিকে ইগলেসিয়াস। ইতিমধ্যেই মঙ্গলবার মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছে।এনরিকের এই আগমনকে ঘিরে মুম্বইয়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা— সকলের মধ্যেই উন্মাদনা এখন তুঙ্গে! তারকারাও এই কনসার্টে যাওয়ার জন্য রীতিমতো প্রস্তুত।আর ঠিক এই আবহে, বলিউড নায়িকা বিদ্যা বালান ফিরে গেলেন তাঁর স্মৃতির পাতায়। অকপটে তিনি ভাগ করে নিলেন প্রায় দুই দশক আগের এক ব্যক্তিগত ঘটনা— কীভাবে সেই সময় এনরিকের একটি কনসার্টই বলিউডের 'পরিণীতা' অর্থাৎ বিদ্যার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছিল!

সালটা ২০০৪, বন্ধু পবিত্রর সঙ্গে তখন মুম্বইয়ে এনরিকের কনসার্ট শুনতে গিয়েছিলেন বিদ্যা। মজে রয়েছেন এনরিকের কণ্ঠে। এমন সময় পরিচালক প্রদীপ সরকারের ফোন আসে বিদ্যার কাছে। আর তারপর ঠিক কীভাবে পালটে যায় তাঁর জীবন? ফিল্মি কেরিয়ারে বদল কীভাবে আসে তা এক সাক্ষাৎকারে জানাতে গিয়ে নায়িকা বলেন, “আমি তখন আমার বন্ধু পবিত্রর সঙ্গে এনরিকের কনসার্টে গিয়েছিলাম। এমন সময় আমাকে পরিচালক প্রদীপ দা ফোন করেন। তিনি ওই সময় আমাকে ফোনে না পেয়ে পবিত্রকে ফোন করেন। জিজ্ঞেস করেন আমি কোথায়? এরপর পবিত্র ফোন আমাকে দেয়। আমি ওই মুহূর্তে প্রদীপদাকে বলি যে, ‘আমি কনসার্টে আছি পরে কথা বলতে চাই।’ আমি এটা বলার পর প্রদীপদা বলেন তুমি যেখানে আছ সেখান থেকে বেরিয়ে এসে কথা বলো। কারণ বিধু বিনোদ চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান। আর এরপরই আমার ফিল্মি কেরিয়ারের ভাগ্যের চাকা ঘুরে যায়। ফোনে কথা হয় বিধু বিনোদ চোপড়ার সঙ্গে এবং তিনি ফোনের ওপার থেকে আমাকে বলেন “তুমিই আমার ছবির পরিণীতা।” একদিকে ফোনের ওপার থেকে এমন একটা খবর, জীবনের এমন একটা প্রাপ্তি আর অন্যদিকে তখন এনরিকে স্টেজে গাইছে তাঁর বিখ্যাত গান ‘হিরো’। সবমিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমার চোখে বয়ে যায় তখন আনন্দাশ্রু। হাত-পা কাঁপছে, বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি রীতিমতো। সেই কথা আজও মনে পড়ে। আজ এতগুলো বছর পর যখন আবার এনরিকে মায়ানগরীতে ফের কনসার্টে আসছে তখন আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে। কীভাবে তার কনসার্ট থেকেই আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল তা আমার সারাটা জীবন মনে থাকবে।”

উল্লেখ্য, ২৯ এবং আগামী ৩০ অক্টোবর, বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট। ‘দ্য হিরো’, ‘বায়লামোস’-এর মতো সুপারহিট গান উপহার দেওয়া গায়কের লাইভ অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছেন খোদ বিটাউনের তারকারাও। খবর, ভিআইপি টিকিটের দামই শুরু হচ্ছে ১৪-১৫ হাজার টাকা থেকে। অন্যদিকে সাধারণ টিকিটও অগ্নিমূল্য! ৭ হাজার টাকায় বিকোচ্ছে। তবে এনরিক অনুরাগীরা কার্পণ্য করতে নারাজ। তাই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে কনসার্টের সব টিকিট। এমতাবস্থায় জানা গেল, দু’ দিনব্যাপী কনসার্টের অবসরে শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন এনরিক ইগলেসিয়াস। শুধু বলিউড সুপারস্টার নয়, কিং খানের গোটা পরিবারের সঙ্গেই দেখা করবেন খ্যাতনামা লাতিন গায়ক।

You might also like!