Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

3 hours ago

Kedarnath temple close today: ভাইফোঁটায় বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির, শেষ দিনে পুজো দিলেন ধামি

Kedarnath temple close today
Kedarnath temple close today

 

কেদারনাথ, ২৩ অক্টোবর : গঙ্গোত্রীর পর শীতের মরশুমের জন্য এবার বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দিরও। বৃহস্পতিবার সকালে ভাইফোঁটার পবিত্র দিনে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দির। শেষ দিনে ভগবান শিবের পূজার্চনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি এদিন অনেক সকালে কেদারনাথ পৌঁছন, মন্দির বন্ধ হওয়ার প্রাক্কালে পূজার্চনা করেন তিনি। ওম নম শিবায়, জয় বাবা কেদার মন্ত্র ও ভারতীয় সেনাবাহিনীর ব্যান্ডের ভক্তিমূলক সুরের মধ্য দিয়ে বৈদিক আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় পরম্পরার মাধ্যমে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয়।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী ও ভক্ত কেদারনাথে এসেছেন। তিন মাস ধরে সম্পূর্ণ বিপর্যয়ের সময়কাল ছিল, কিন্তু বাবার কৃপায় ১.৭৫ মিলিয়নেরও বেশি তীর্থযাত্রী এখানে এসেছেন। ভগবান বদ্রী বিশালের তীর্থযাত্রা প্রায় এক মাস ধরে চলবে এবং আমাদের প্রচেষ্টা থাকবে এই তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করা। ২০১৩ সালের দুর্যোগে এই স্থানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কমপ্লেক্স এবং আশেপাশের এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং নির্দেশনায়, এখানে সংস্কার ও পুনর্গঠনের কাজ চলছে। আমরা এক বছরের মধ্যে সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং এখানে আমাদের চলমান নির্মাণের সম্পূর্ণ পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত। প্রধানমন্ত্রী নিজেই সময়ে সময়ে এটি পর্যালোচনা করেন এবং ভগবান বদ্রী বিশালের প্রাঙ্গণের সংস্কার এবং মাস্টার প্ল্যানের কাজ দ্রুত এগিয়ে চলেছে।"

You might also like!