Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Life Style News

2 hours ago

Jagadhatri Puja Remedies: দেবী জগদ্ধাত্রীর পুজোয় মেনে চলুন এই ৫টি নিয়ম, মিলবে সৌভাগ্য আর শান্তি!

Goddess Jagaddhatri
Goddess Jagaddhatri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেবী দুর্গার অপর রূপই দেবী জগদ্ধাত্রী। মা দুর্গা যেখানে সিংহবাহিনী দশভুজা, সেখানে জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা। তিনি জগতের ধাত্রী, অর্থাৎ সৃষ্টির পালনকর্ত্রী। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে জগদ্ধাত্রী পুজো পালিত হলেও চন্দননগর ও কৃষ্ণনগরের পুজোই সবচেয়ে জনপ্রিয়। সর্বপ্রথম নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁর রাজধানী কৃষ্ণনগরেই এই পুজোর সূচনা করেন। রাজবাড়ির সেই পুজো থেকেই অনুপ্রেরণা নিয়ে হুগলি জেলার ইন্দ্রনারায়ণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই পুজোর খ্যাতি ও ঐতিহ্য।

জগদ্ধাত্রী পুজো চলাকালীন এই বিশেষ কিছু টোটকা সঠিক নিয়মে পালন করতে পারলে জীবনের শুভ ফল পাওয়া যাবে! তাহলে দেখে নিন কী করবেন -

১) জগদ্ধাত্রী পুজো চলাকালীন বাড়িতে কোনও অসহায় বা গরিব মানুষ আসলে ভুল করেও তাঁকে ফিরিয়ে দেবেন না। নিজের সাধ্যমতো দান করুন।

২) জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই, নবমীর দিন কোনও জগদ্ধাত্রী মন্দিরে গিয়ে পুজো দিন। সম্ভব হলে মাকে নতুন বস্ত্র অর্পণ করতে পারেন।

৩) জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমীর দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করলে ভাল।

৪) পুজোর সময় কোনও সধবা মহিলাকে লাল বস্ত্র এবং আলতা-সিঁদুর দান করুন।

৫) নতুন শাঁখ কিনে সেটি মায়ের কাছে পুজো করিয়ে বাড়ির নিত্য পুজোর জায়গায় রেখে দিন। শুভ ফল পাবেন!

৬) নতুন সিঁদুরের কৌটো কিনে পুজোর দশমীর দিন পুরোহিতকে দিয়ে সেটি পুজো করিয়ে নিন। তারপর সেখান থেকে মায়ের চরণে কিছুটা সিঁদুর অর্পণ করে বাকিটা বাড়িতে যত্ন করে রেখে দিন। পরিবারের কারুর কোনও সমস্যা হলে সেই সিঁদুরের তিলক লাগান, সমস্যার দূর হবে!

You might also like!