Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

2 months ago

Jagadhatri Puja Remedies: দেবী জগদ্ধাত্রীর পুজোয় মেনে চলুন এই ৫টি নিয়ম, মিলবে সৌভাগ্য আর শান্তি!

Goddess Jagaddhatri
Goddess Jagaddhatri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেবী দুর্গার অপর রূপই দেবী জগদ্ধাত্রী। মা দুর্গা যেখানে সিংহবাহিনী দশভুজা, সেখানে জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা। তিনি জগতের ধাত্রী, অর্থাৎ সৃষ্টির পালনকর্ত্রী। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে জগদ্ধাত্রী পুজো পালিত হলেও চন্দননগর ও কৃষ্ণনগরের পুজোই সবচেয়ে জনপ্রিয়। সর্বপ্রথম নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁর রাজধানী কৃষ্ণনগরেই এই পুজোর সূচনা করেন। রাজবাড়ির সেই পুজো থেকেই অনুপ্রেরণা নিয়ে হুগলি জেলার ইন্দ্রনারায়ণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই পুজোর খ্যাতি ও ঐতিহ্য।

জগদ্ধাত্রী পুজো চলাকালীন এই বিশেষ কিছু টোটকা সঠিক নিয়মে পালন করতে পারলে জীবনের শুভ ফল পাওয়া যাবে! তাহলে দেখে নিন কী করবেন -

১) জগদ্ধাত্রী পুজো চলাকালীন বাড়িতে কোনও অসহায় বা গরিব মানুষ আসলে ভুল করেও তাঁকে ফিরিয়ে দেবেন না। নিজের সাধ্যমতো দান করুন।

২) জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই, নবমীর দিন কোনও জগদ্ধাত্রী মন্দিরে গিয়ে পুজো দিন। সম্ভব হলে মাকে নতুন বস্ত্র অর্পণ করতে পারেন।

৩) জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমীর দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করলে ভাল।

৪) পুজোর সময় কোনও সধবা মহিলাকে লাল বস্ত্র এবং আলতা-সিঁদুর দান করুন।

৫) নতুন শাঁখ কিনে সেটি মায়ের কাছে পুজো করিয়ে বাড়ির নিত্য পুজোর জায়গায় রেখে দিন। শুভ ফল পাবেন!

৬) নতুন সিঁদুরের কৌটো কিনে পুজোর দশমীর দিন পুরোহিতকে দিয়ে সেটি পুজো করিয়ে নিন। তারপর সেখান থেকে মায়ের চরণে কিছুটা সিঁদুর অর্পণ করে বাকিটা বাড়িতে যত্ন করে রেখে দিন। পরিবারের কারুর কোনও সমস্যা হলে সেই সিঁদুরের তিলক লাগান, সমস্যার দূর হবে!

You might also like!