Entertainment

1 day ago

Alia Bhatt And Ranbir Kapoor: রূপকথার মতো শুরু ২০২৬–সমুদ্র সৈকতে আলিয়া-রণবীর-রাহার মিষ্টি মুহূর্ত ভাইরাল

Alia Bhatt celebrated new year with family
Alia Bhatt celebrated new year with family

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের শুরুটা একেবারে রূপকথার মতো করলেন বলিউডের পাওয়ার কাপল আলিয়া ভাট ও রণবীর কাপুর। বর্তমানে তারা তাদের ছোট্ট কন্যা রাহা কাপুরকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন। সেই ছুটির সময় আলিয়া সোশ্যাল মিডিয়ায় একটি মনমুগ্ধকর ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। 

ছবিতে দেখা যায়, সমুদ্র সৈকতে সূর্যাস্তের পটভূমিতে আলিয়া, রণবীর এবং রাহা—তিনজনই সাদা পোশাকে সেজেছেন। বাবা-মেয়ের মিষ্টি সম্পর্ক ছবিতে স্পষ্ট। রণবীর রাহাকে আকাশে উড়িয়ে দিচ্ছেন, আর আলিয়া সেই মুহূর্তটি মায়ার দৃষ্টিতে দেখছেন। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, “ভালোবাসা উর্ধ্বমুখী, শুভ ২০২৬”। ভক্তরা কমেন্টে ভালোবাসার জোয়ার বইয়ে দিচ্ছেন, কেউ লিখেছেন, “রাহার পরিবার সত্যিই সবচেয়ে মিষ্টি”, আবার কেউ বলেছেন, “পারফেক্ট ফ্যামিলি পিকচার।” ২০২২ সালে এপ্রিলে বিয়ের পর মাস সাতেক পর, নভেম্বরেই রাহার জন্ম হয়। আলিয়ার বাবা মহেশ ভাট সম্প্রতি জানিয়েছেন যে, আলিয়া শুটিংয়ে গেলেও রাহাকে সাথে নিয়ে যান এবং ছোট্ট রাহার জন্য শুটিং সেটে আলাদা একটি ভ্যানিটি ভ্যানও রাখা হয়। আলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন মা। তাই কেরিয়ারে এখন বেছে বেছে কাজ করবেন। বছরে একটির বেশি ছবি তিনি করবেন না। 


নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার পর আলিয়া ও রণবীর পরবর্তী বড় কাজগুলোতে ব্যস্ত হবেন। আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ ছবিতে, যেখানে থাকছেন শর্বরী ও ববি দেওল। রণবীরের জন্য অপেক্ষিত ছবিটি ‘রামায়ণ’, যা দিওয়ালিতে মুক্তি পাবে। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ও রণবীর একসাথে বড়পর্দায় হাজির হবেন, সঙ্গী ভিকি কৌশল। 

You might also like!