
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুই দশকের দীর্ঘ যাত্রা পেরিয়ে এসেছেন তমন্না ভাটিয়া। দক্ষিণী সিনেমা থেকে বলিউড—সব জায়গাতেই তাঁর উপস্থিতি সমান উজ্জ্বল। একসময় বলিউড তাঁকে ‘আইটেম ডান্সার’-এর তকমা দিলেও, তমন্না নিজের পরিচয় গড়েছেন পরিশ্রম আর প্রতিভা দিয়ে। অথচ একসময় তিনি ভাবতেন, এই জগতে বেশিদিন থাকবেন না—মাত্র দশ বছর কাজ করে বিয়ে করবেন, সংসার গড়বেন, সন্তানকে নিয়ে শান্ত জীবনে ফিরে যাবেন।কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা, বদলেছে লক্ষ্যও। ৩০ বছর বয়সে এসে তমন্না বুঝেছেন, তাঁর যাত্রা এখানেই শেষ নয়—এটাই আসলে নতুন শুরু।
এক সাক্ষাৎকারে তমন্না জানান, যখন তিনি কাজ শুরু করেন, তখন ইন্ডাস্ট্রি অন্য রকম ছিল। সেই সময় নায়িকাদের কর্মজীবন ছিল ক্ষণিকের। মাত্র ১০ বছরেই শেষ হয়ে যেত অভিনয়জীবন। কিন্তু ৩০ বছর বয়সে পৌঁছে তমন্না বুঝতে পেরেছেন যে এখন পরিস্থিতি বদলেছে। বলিউডে নায়িকাদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্য লেখা হচ্ছে। তমন্নার কথায়, ‘‘আমি তো ভেবেছিলাম, ১০ বছর বাদে অভিনয় ছেড়ে অন্য কিছু করতে হবে। শুধু তা-ই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বাড়াটাকে উদ্যাপন করছি।’’ অভিনেত্রী জানান, বয়স লুকোনো কিংবা বয়স হওয়া মানেই হীনম্মন্যতায় ভোগা নয় বরং বয়স হলে সেটাকে উদ্যাপন করাটাই বাঞ্ছনীয়।
