
এর্নাকুলাম, ২৪ অক্টোবর : বিকশিত ভারতের স্বপ্ন অর্জনের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, নারী নেত্রীদের নেতৃত্বে সমাজ আরও মানবিক এবং কার্যকর হবে। রাষ্ট্রপতি শুক্রবার কেরলের এর্নাকুলামে সেন্ট টেরেসা কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, দেশের জনসংখ্যার লভ্যাংশ কাজে লাগানোর জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাষ্ট্রপতি কেরলের নারীদের অবদান স্মরণ করেন, যারা দেশ গঠন এবং আর্থ-সামাজিক সংস্কারে তাদের উৎকর্ষতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি গত কয়েক দশক ধরে নারীদের শিক্ষিত ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি কলেজের শতবর্ষ লোগো উন্মোচন করেন।
