Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

4 hours ago

President Droupadi Murmu: বিকশিত ভারতের স্বপ্ন অর্জনের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য , রাষ্ট্রপতি

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

এর্নাকুলাম, ২৪ অক্টোবর : বিকশিত ভারতের স্বপ্ন অর্জনের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, নারী নেত্রীদের নেতৃত্বে সমাজ আরও মানবিক এবং কার্যকর হবে। রাষ্ট্রপতি শুক্রবার কেরলের এর্নাকুলামে সেন্ট টেরেসা কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, দেশের জনসংখ্যার লভ্যাংশ কাজে লাগানোর জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাষ্ট্রপতি কেরলের নারীদের অবদান স্মরণ করেন, যারা দেশ গঠন এবং আর্থ-সামাজিক সংস্কারে তাদের উৎকর্ষতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি গত কয়েক দশক ধরে নারীদের শিক্ষিত ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি কলেজের শতবর্ষ লোগো উন্মোচন করেন।

You might also like!