Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

4 hours ago

Rozgar Mela: ১৭-তম রোজগার মেলা, ৪০-টি স্থানে অনুষ্ঠিত, ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র

PM Modi Hands Out Job Letters to 51,000+ Youth at Job Fair
PM Modi Hands Out Job Letters to 51,000+ Youth at Job Fair

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর: শুক্রবার দেশে ৪০-টি স্থানে ১৭-তম রোজগার মেলা অনুষ্ঠিত হল। ওই সব জায়গায় ৫১,০০০-এর বেশি যুবক-যুবতী তাদের সরকারি নিয়োগপত্র পান। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিংহ। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, “রোজগার মেলার ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ লক্ষের বেশি নিয়োগপত্র দেশব্যাপী অনুষ্ঠিত রোজগার মেলার মাধ্যমে দেওয়া হয়েছে। বিকশিত ভারত রোজগার যোজনা-র আওতায় সরকার দেশের ৩.৫ কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন যে, ‘স্কিল ইন্ডিয়া মিশন’ এবং ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল’-এর মতো উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের পথ খুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিংহ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত দশকে ভারতে কর্মসংস্থান একটি চমকপ্রদ বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে, তিনি ভারতীয় রেলে নিয়োগ বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এটি এই ক্ষেত্রের দ্রুত উন্নয়ন ও আধুনিকায়নের প্রতিফলন।

নিয়োগপত্র বিতরণের পর, অনেক নতুন নিয়োগপত্র প্রাপক তাদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদের মধ্যে একজন নবনিযুক্ত বলেন, "আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই। আমি গর্বিত এই কল্পনা করে যে, আমি বিকশিত ভারত ২০৪৭-এর মিশনের অংশ হতে পেরেছি। এই সুযোগ আমাকে এবং আমার পরিবারকে প্রকৃতই আত্মনির্ভর হতে সাহায্য করবে।"

You might also like!