কলকাতা, ২৩ অক্টোবর: উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে রোদ ঝলমলে থাকবে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু’এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে থাকবে আকাশ। শুধু সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বিগত কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে, ফলে অস্বস্তিও অনুভূত হচ্ছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি রয়েছে।