দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের সুপারস্টার সলমন খান প্রায় এক দশক ধরে 'বিগ বস্'-এর সঞ্চালনা করছেন। তবে গত দু'বছর ধরে তাঁকে তাড়া করছে মৃত্যুভয়। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর যে গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলেছিল।এই হুমকির কারণে তাঁর কোথাও যাতায়াতের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু সলমন সেই সব নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই দাপটের সঙ্গে চালিয়ে গিয়েছেন তাঁর শুটিং।এমনিতেই তিনি ভারতীয় টেলিভিশনের অন্যতম দামী সঞ্চালক। এখন প্রশ্ন উঠেছে, চরম ঝুঁকির মধ্যেও 'বিগ বস্'-এর জন্য কি তিনি সত্যিই ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন?
‘বিগবস্’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে সপ্তাহান্তে বকুনি দিতে হাজির হন সলমন। সেই পর্বগুলির টিআরপি বৃদ্ধি পায় হু হু করে। তবে সলমনের অনুপস্থিতিতে বাইরে থেকে আসেন সঞ্চালকেরা। যেমন কর্ণ জোহর ও ফারহা খানের মতো প্রযোজকেরা আসেন সলমনের অনুপস্থিতিতে। এ বারের ১৯তম সিজ়নে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি। সাকুল্যে প্রায় ১৫০ কোটি হিসাব দাঁড়ায়। অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগির কথায়, ‘‘এই চুক্তিটা হয় মূলত সলমনের সঙ্গে জিও-হটস্টারের। সেখানে আমি মন্তব্য করার কেউ না। উনি সপ্তাহের শেষ মুখ দেখাচ্ছেন, আমি তাতেই খুশি।’’ সলমন নিজেও জানিয়েছেন, এক সময় তাঁর ভাল লাগে না আর। শরীর দেয় না, মন ভাল থাকে না। কিন্তু তাও কাজ চালিয়ে যেতে হয়। সেটা থামিয়ে দিলে চলবে না।
