Entertainment

6 hours ago

Malaika Arora : মলাইকা-রহস্য! কোন পুরুষের সঙ্গে নেচে ভাইরাল অভিনেত্রী? ৫০-এ এসে নতুন সম্পর্কের জল্পনা তুঙ্গে

Malaika Arora
Malaika Arora

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত বছর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নানা গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী মলাইকা অরোরা তার কোনোটিতেই সিলমোহর দেননি।তবে সম্প্রতি বেশ কিছু ভাইরাল ভিডিয়ো দেখে জল্পনা তুঙ্গে! ভিডিয়োগুলিতে এক নতুন পুরুষের সঙ্গে মলাইকার ঘনিষ্ঠ রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, ৫০ পেরোনোর পর কি তাহলে এই পুরুষই মলাইকার জীবনে নতুন প্রেম নিয়ে এলেন?

বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মলাইকা। তাঁর আশপাশে দেখা গিয়েছিল রকুল প্রীত ও জ্যাকি ভগ্নানীকে। যদিও নজর কেড়েছে আরও এক পুরুষ। মলাইকার পাশেই দেখা যায় তাঁকে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?”

মলাইকার সঙ্গে এই অচেনা পুরুষকে দেখে অনুরাগীদের একজন লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওঁদের একসঙ্গে।” তবে বিপরীত মতও রয়েছে অনেকের। কেউ লিখেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।”

গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করেছেন মলাইকা। মডেল-অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আরহান ও অন্য বন্ধুরা। এই দিন মলাইকার জন্মদিনের কেকের উপরে লেখা ছিল তাঁর বয়স— ৫০। এই দেখে প্রশ্ন তোলেন নেটাগরিক, “সত্যিই কি মলাইকার বয়স ৫০? হিসাব বলছে ওঁর বয়স ৫২। ২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন তিনি।” তবে মলাইকা নিজেও তাঁর পোস্টে জানিয়েছেন, এ বছর তিনি ৫০ বছর পূর্ণ করলেন।

You might also like!