Breaking News

 

kolkata

5 hours ago

Shuvendu Adhikari : কলকাতার দলীয় কার্যালয়ে মন কি বাত শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু

Shuvendu Adhikari (symbolic picture)
Shuvendu Adhikari (symbolic picture)

 

কলকাতা, ২৬ অক্টোবর : কলকাতার ৬ মুরলীধর সেন লেনে, দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের পাশে বসেই মন কি বাত অনুষ্ঠান শোনেন শুভেন্দু। মন কি বাত অনুষ্ঠান প্রসঙ্গে এক্স মাধ্যমে শুভেন্দু জানান, দেশ গঠনের মাইলফলক থেকে শুরু করে যুব ক্ষমতায়ন, নারী-নেতৃত্বাধীন উন্নয়ন এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি, প্রতিটি শব্দই উদ্দেশ্য এবং ইতিবাচকতার সঙ্গে প্রতিধ্বনিত।

শুভেন্দু আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। তিনি চিত্রিত করেছেন, কীভাবে এই পরিবেশনা দেশবাসীর হৃদয়ে আবেগের উচ্ছ্বাস জাগিয়ে তোলে। তিনি বলেন, আমাদের দেশ ৭ নভেম্বর 'বন্দে মাতরম' উদযাপনের ১৫০ তম বছরে পদার্পণ করবে এবং তিনি গানটি রচনার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

You might also like!