
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে প্রেম দিবস উপলক্ষে মুম্বইবাসীকে রাজপ্রাসাদের মতো একটি বিলাসবহুল রেস্তোরাঁ উপহার দিয়েছিলেন শাহরুখপত্নী তথা খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। সাধ করে যার নাম রাখা হয়েছে ‘তরী’।ভেতরে প্রবেশ করলে এর আভ্যন্তরীণ সাজসজ্জা দেখে মুগ্ধ হতে হয়। তবে মাসখানেক আগেই যেখানে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল এই রেস্তোরাঁ, সেখানে এবার 'আগুনে দামের জন্য 'তরী' ফের একবার চর্চার শিরোনামে উঠে এসেছে।
এই সেলিব্রিটি রেস্তরাঁ রকমারি কন্টিনেন্টাল পদ পরিবেশনের জন্য মুম্বইয়ে বেশ জনপ্রিয়। বিশেষ করে এখানকার নানা জাপানি খাবারের স্বাদের কারণে একাধিকবার চর্চার শিরোনামে বিরাজ করেছে তরী। তবে এবার মেনু কার্ডে দামের বহর শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! জানা গেল, ৯৫০ টাকা থেকে শুরু সামার ভেজিটেবিল সুই। ট্রাফল এডামামা মিলবে ওই একই দামে। তরী স্পেশাল0 ভেজ গিয়োজার এক প্লেটের দাম ১৫০০ টাকা। থাকে মোটে আট পিস। স্যালাড আরও বহুমূল্য! ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে আইস বার্গ স্যালাডের দাম। স্যাসমি স্যালাড পাওয়া যায় ১১০০ টাকায়। যে পদ সালমন, টুনা, হামাচির মতো নানা মাছ দিয়ে তৈরি।
অন্যদিকে গৌরী খানের রেস্তরাঁয় স্টার্টার কিংবা স্ন্যাকসের দামও কম নয়! ৬০০ টাকায় এনোকি মাশরুম টেম্পুরা পাবেন। আর সিঙ্গাপুরী লঙ্কা দিয়ে লোটাস রুটের পদের সাড়ে সাতশো টাকা। চিকেন ইয়াকিতোরি নামে এক মুরগির মাংসের পদের দাম ৮০০ টাকা। অন্যদিকে রেড মিট আরও মহার্ঘ্য! বলিউড মাধ্যম সূত্রে খবর, ভেড়ার মাংসের বিবিধ পদের দাম ৩৮০০ টাকা থেকে ৪৭০০ টাকার মধ্যে। সামুদ্রিক মাছের হরেক পদের দাম শুনলেও চোখ কপালে উঠবে! নরওয়ে স্টাইলের স্যামনের পদের দাম ১৯০০ টাকা। আর চিংড়ি দিয়ে তৈরি শ্রিম্প কুসেয়াকি বিকোয় ৬৫০ টাকায়। গৌরী খানের রেস্তরাঁর এহেন গগনচুম্বী দাম শুনে নেটভুবনে প্রশ্ন উঠেছে, দামে তো আগুন, মানে ভালো কি?’
