Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

5 hours ago

Tejashwi Yadav: দুর্নীতি ও অপরাধ-মুক্ত বিহার গড়ে তোলার আশ্বাস তেজস্বীর

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ২৪ অক্টোবর : দুর্নীতি ও অপরাধ-মুক্ত বিহার গড়ে তোলার আশ্বাস দিলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেন, "আমরা ভাঙা, খণ্ডিত অথবা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা যা বলি তা করব। তেজস্বী যাদব যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে বিহারের মানুষও মুখ্যমন্ত্রী হবেন। আমরা বিহারকে অপরাধ ও দুর্নীতিমুক্ত করব।"

আরজেডি নেতা তেজস্বী যাদব আরও বলেন, "প্রধানমন্ত্রী নিজেই নীতিশ কুমারের ৫৫টি কেলেঙ্কারির তালিকা করেছেন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে? যখন কেলেঙ্কারি হচ্ছে এবং কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখনই জঙ্গলরাজ। বিহারে এমন কোনও দিন নেই যেখানে গুলি, খুন, লুটপাট, ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটে না। উত্তর প্রদেশে সারা দেশের মধ্যে অপরাধের হার সবচেয়ে বেশি। বিহার দ্বিতীয় স্থানে। সারা দেশের শীর্ষ পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে অপরাধের হার সবচেয়ে বেশি। তারা সেখানে কী করছে? তারা কেবল সংস্থাগুলির অপব্যবহার করতে চায়। তারা গুজরাটে কারখানা স্থাপন করবে এবং বিহারে জয় চাইবে; এটা ঘটবে না।"

You might also like!