Life Style News

6 hours ago

Relationship Tips: সম্পর্কে সম্মতি কোথায় থামছে? সঙ্গীর নিত্য নতুন যৌনতার চেষ্টায় বিপর্যস্ত হলে কী করবেন?

Relationship Tips
Relationship Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যে কোনো রান্নার স্বাদের জন্য নুনের সঠিক পরিমাণ যেমন জরুরি, তেমনই একটি সম্পর্কের সুস্বাস্থ্যের জন্য যৌনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই বিছানায় দুজন মানুষ কতটা সুখী, তা অনেক সময় সম্পর্কের গভীরতার গোপন চাবিকাঠি হিসেবে কাজ করে। তবে, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে যৌনতায় ভাটার টান বা একঘেয়েমি আসা অস্বাভাবিক নয়। সেই কারণে অনেকেই সম্পর্কে নতুন মাত্রা আনতে বিভিন্ন নতুন কৌশলে যৌনতায় মাততে চেষ্টা করেন। কিন্তু আপনার সঙ্গী কি সেই পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আপনাকে নাজেহাল করে তুলছেন? যদি আপনার উত্তর 'হ্যাঁ' হয় এবং আপনি অতিরিক্ত চাহিদায় ক্লান্ত হন, তবে জেনে নিন কোমলভাবে কীভাবে এই সমস্যাটি আপনার সঙ্গীকে বোঝাবেন।

১. বহুক্ষেত্রেই দেখা যায়, যৌনতায় সঙ্গীর পরীক্ষা নিরীক্ষা ফলে বিছানায় থাকায় অপর মানুষ বেজায় যন্ত্রণা পান। এই পরিস্থিতি তৈরি হলে রিল এবং রিয়াল লাইফ যে এক নয়, তা তাঁকে পরিষ্কার ভাষায় বোঝান।

২. বিছানায় যৌনতায় মাতার ফলে দুজনেই চরম সুখ পাচ্ছেন কিনা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঙ্গীকে বোঝান নানা পরীক্ষা নিরীক্ষা আপনাকে মোটেও যৌনসুখ দেয় না। পরিবর্তে তা যন্ত্রণাদায়ক।

৩. এক ঘরে থাকা দুজন মানুষ কীভাবে বিছানায় যৌনতায় মাতবেন, তার আবার কোনও বাঁধাধরা নিয়ম থাকতে পারে নাকি? সঙ্গীকে বোঝান আগে থেকে ভাবনাচিন্তা করে রোজ রোজ নতুন নতুন কৌশলে শারীরিক সম্পর্ক তৈরি করা নিষ্প্রয়োজন। পরিবর্তে যেভাবে যেদিন মন চায় সেভাবেই একে অপরের কাছাকাছি আসা দরকার। তাতে সম্পর্ক অনেক বেশি রঙিন হয়ে উঠবে।

৪. যৌন সম্পর্কের ক্ষেত্রে শরীরের পাশাপাশি মনের ভূমিকাও অনেক। সঙ্গীর মননে বদল খুব প্রয়োজন। তাই প্রয়োজনে তাঁর কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করতে পারেন।

You might also like!