Entertainment

6 hours ago

Shah Rukh Khan: আড়ালে থাকতে চাইছেন শাহরুখ! 'মন্নত'-এর কাজ দেখিয়ে জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন বাদশা

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর, শাহরুখ খানের ৬০তম জন্মদিন—যা তাঁর অনুরাগীদের কাছে এক বিশাল উৎসবের দিন। প্রতি বছর 'মন্নত'-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় থাকলেও, এবার বাংলোটির সংস্কার কাজের জন্য শাহরুখ সম্ভবত তাঁর পুরোনো ঐতিহ্য ভাঙতে চলেছেন।

মন্নত-এ নির্মাণকাজ চলছে। বাড়ির সদস্যরাও অন্যত্র। তাই অনেকেরই অনুমান, এ বছর বাদশার জন্মদিনে মন্নত হয়তো ফাঁকা থাকবে। তবে জন্মদিনের ঠিক আগেই অনুরাগীদের সুখবর দিলেন শাহরুখ। কিং খানের জন্মদিনে মন্নত-এর সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। শুধুমাত্র শাহরুখকে একবার দেখবেন বলে। নায়কও নিরাশ করেন না ভক্তদের। ২ মিনিটের জন্য হলেও মন্নতের ব্যালকনিতে এসে দাঁড়ান।

উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন অনুরাগীদের দিকে। আবার তাঁর সেই দু'হাত দু'দিকে ছড়িয়ে চেনা পোজেও দাঁড়ান শাহরুখ। আর সেসব দেখে অনুরাগীরা ফেটে পড়েন উল্লাসে। তবে এ বছর মন্নত-এ নেই শাহরুখ। পুননির্মাণের কাজ চলায় আলিবাগের এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকছেন শাহরুখ-সহ গোটা পরিবার। ফলে মন্নত-এর উদযাপন নিয়ে অনেকেই সন্দিহান।

এক অনুরাগী এক্স হ্যান্ডলে সরাসরি শাহরুখকে সরাসরি প্রশ্ন করে বসেন। অনুরাগী লেখেন, 'এ বছর জন্মদিনে কি মন্নত-এ আসবেন?' শাহরুখ উত্তরও দিয়েছেন। তিনি লেখেন, 'হ্যাঁ, যাব। তবে এ বার আমাকে তা হলে খুব শক্ত একটা টুপি পরতে হবে।' শাহরুখ যে মজা করেই উত্তর দিয়েছেন, সেটা স্পষ্ট।

You might also like!