Entertainment

6 hours ago

Sonakshi Sinha Katrina Kaif:গর্ভবতী ক্যাটরিনার ব্যক্তিগত ছবিতে বিতর্ক; ‘এ কেমন অসভ্যতা?’ গর্জে উঠলেন সোনাক্ষী সিনহা

Sonakshi Sinha Katrina Kaif
Sonakshi Sinha Katrina Kaif

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, তাঁর ব্যক্তিগত জুহুর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে থাকার সময় অন্তঃসত্ত্বা ক্যাটরিনার একটি গোপন ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে এবং সেটিই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।

অভিনেত্রীর নিজস্ব বাসস্থান থেকেই এমনভাবে তাঁর গোপন ছবি প্রকাশ্যে আসায়, নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 'হবু মা'-এর ব্যক্তিগত পরিসরে এমন অনুপ্রবেশ এবং ছবি ফাঁস হওয়ায় ক্যাটরিনার অনুরাগীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এই ঘটনায় সরব হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি প্রকাশ্যেই ছবি শিকারি পোর্টালের এমন কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং পুলিশি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী এই ধরনের গোপনীয়তা ভঙ্গের ঘটনাকে "লজ্জাজনক" বলে আখ্যা দিয়েছেন।

কিন্তু প্রশ্ন উঠেছে, কে বা কারা এই ধৃষ্টতা দেখালেন? বলিউড মাধ্যম সূত্রে খবর, এর নেপথ্যে জাতীয় স্তরের জনপ্রিয় এক পোর্টালে। এহেন ‘গোপনীয়তা ভঙ্গে’র কীর্তি তাদেরই। আর সেই পোর্টালে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের একান্তে সময় কাটানোর মুহূর্ত পোস্ট হতেই নেটপাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফিল্মি দুনিয়ায় ‘পাপারাজ্জি সংস্কৃতি’ নতুন নয়! পেশার কথা মাথায় রেখে এক্সক্লুসিভ ধরানোর তাগিদে দুরন্ত গতিতে চলতে থাকে ক্যামেরার লেন্স। বছর খানেক আগে এই একইভাবে ‘বাস্তু’ থেকে ছড়িয়ে পড়েছিল আলিয়া ভাটের গোন মুহূর্ত। যে ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল বলিপাড়া। এবার তেমনই অনভিপ্রেত ঘটনার শিকার ক্যাটরিনা। তবে অন্তঃসত্ত্বা অভিনেত্রী এখনও পর্যন্ত নিজমুখে কিছু না বললেও সোনাক্ষী সিনহাই তাঁর হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন।

ছবিশিকারিদের ‘সবক’ শেখাতে শত্রুঘ্নকন্যার মন্তব্য, “আপনাদের সমস্যাটা কোথায়? একজন মহিলার অনুমতি ছাড়া তাঁর নিজের বাড়িতেই তাঁকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে পাবলিশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছি, লজ্জাজনক!” সোনাক্ষী সিনহার মন্তব্যে সায় দিয়ে ক্যাটরিনা অনুরাগীদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’

You might also like!