Game

5 hours ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, হলান্ডের রেকর্ড, এক ম্যাচ পর জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল

Pep Guardiola in Champions League
Pep Guardiola in Champions League

 

ম্যানচেস্টার, ২২ অক্টোবর : হলান্ডের রেকর্ডের রাতে পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি সহজ জয় পেল ভিয়ারিয়ালের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। গোল দুটি করেন বের্নার্দো সিলভা ও হলান্ড। এক ম্যাচ পর আবার জয়ের পথে ফিরল সিটি। গত রাউন্ডে মোনাকোর বিপক্ষে ২-২ করেছিল সিটি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের গোল হয়ে গেল চারটি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হল ১৫টি। চলতি মরসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে পেলেন হলান্ড। এরই সঙ্গে স্পর্শ করলেন সাত বছর আগে ক্রিস্তিয়ানো রোনাল্ডোর রেকর্ড। দারুণ এই জয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় আপাতত পঞ্চম স্থানে উঠে এল ম্যান সিটি। গোল পার্থক‍্যে এগিয়ে থেকে চারে আছে বরুশিয়া ডর্টমুন্ড। আর পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ৯ করে।

You might also like!