প্যারিস, ২২ অক্টোবর : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে লেভারকুসেনকে ৭-২ গোলে বিধ্বস্ত করে পিএসজি শীর্ষ স্থান মজবুত করলো। প্রথমার্ধেই দুই দলের একজন করে লাল কার্ড দেখায় দুটি দলই দশ জনের হয়ে যায়। পিএসজি সপ্তম মিনিটে উইলিয়ান পাচোর গোলে এগিয়ে যায়। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা টানে বায়ার লেভারকুসেন। গোল করে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার আলেইশ গার্সিয়া। এর পরেই তারা হারিয়ে যায়। বিরতির আগেই আরও তিন গোল হজম করে তারা। সেই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। এরপর বিরতির পর আরও তিনটি গোল করে তারা। তিন ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ৯। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।