Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

4 weeks ago

CM Ravi Naik passes away: গোয়ার মন্ত্রী রবি নায়েকের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী মোদী

Goa’s Agriculture Minister and former Chief Minister Ravi Naik passed away
Goa’s Agriculture Minister and former Chief Minister Ravi Naik passed away

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : গোয়ার মন্ত্রী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েকের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, "গোয়া সরকারের মন্ত্রী রবি নায়েকজির মৃত্যুতে আমি শোকাহত। একজন অভিজ্ঞ প্রশাসক এবং নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে তাঁকে স্মরণ করা হবে, যিনি গোয়ার উন্নয়নের পথকে সমৃদ্ধ করেছিলেন। তিনি বিশেষ করে নিপীড়িত ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নের ব্যাপারে আগ্রহী ছিলেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।"

মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবি নায়েক। পানাজি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন রবি, তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ মন্ত্রী রবি নায়েককে মৃত ঘোষণা করা হয়।

You might also like!