জগৎরক্ষার জন্য মা কালী চণ্ডীরূপ ধারণ করলেও তিনি সকলের আদরের মা। জ্যোতিষশাস্ত্র মতে, দেবীর বিশেষ কৃপা থাকে ৪ রাশির উপর। এই জাতক-জাতিকারা দেবীর উপাসনা করলে বিপত্তি থেকে রক্ষা পান এবং জীবনে উন্নতি আসে। তালিকায় কোন কোন রাশি রয়েছে?
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা কারও মনে আঘাত দিতে পারেন না। প্রায়শই আবেগে ভাসেন। এই স্বভাবের জন্য সমাজে বা বিভিন্ন স্থানে লাঞ্ছিত হয়। সেই জন্যই মা স্বয়ং এদের মাথার উপর হাত রাখে। মীন রাশির জাতকরা যদি মাতৃশক্তির পুজো করেন তাহলে জীবনের সঠিক মার্গ খুঁজে পাবেন। ঘুরবে ভাগ্যের চাকা। কর্মক্ষেত্রে উন্নতি আসবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জীবনে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হন। কঠোর পরিশ্রমের পর এদের জীবনে সাফল্য আসে। তবে মা কালীর আশীর্বাদ সবসময়ে এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গেই থাকে। দেবীর কৃপায় জটিল সমস্যার সমাধান হয়। মানসিক শান্তি পাওয়া যায়।
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা সাহসী হয়। কথায় আছে ভাগ্য তাদেরই সঙ্গী হয় যারা সাহসী হয়। তেমনভাবেই দেবী চণ্ডীর আশীর্বাদ পান এরা। দেবীকে মন থেকে ডাকলে সব সমস্যা দূর হয়। কর্মক্ষেত্রে থেকে জীবনের প্রতিটি বাঁকের পথ মসৃণ হয়।
মেষ রাশি: এই রাশির জীবনের প্রতিটি সমস্যা দূর হয় মা কালীর কৃপায়। দেবীর আরাধনায় নিজেদের নিয়োজিত করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। সাংসারিক জীবনে শান্তি আসে। সব সময় দেবীর কৃপা থাকে এদের উপর।