কলকাতা, ১৩ অক্টোবর : ভারতের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে রবিবার ৩ উইকেটে ভারতের বিরুদ্ধে জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের ৩৩০ রান তারা ছাড়িয়ে গেছে ৬ বল বাকি থাকতে। মহিলা ওয়ানডেতে ২০২৪ সালে কেবল একবার তিনশ ছাড়িয়ে জয় পেয়েছিল শ্রীলংকা। তারা ৩০১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রেকর্ডটি নিজেদের করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে দুর্দান্ত সূচনা পায় ভারত। ২৫তম ওভারে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে ১৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সোফি মলিনিউ। ছন্দে থাকা মান্ধানা করেন ৮০ রান।
এরপর দলকে দু'শ রানের কাছে নিয়ে গিয়ে থামেন ওপেনার প্রাতিকা রাওয়াল। ৯৬ বলে তিনি করেন ৭৫ রান। পরের ব্যাটারদের মধ্যে কেউ ত্রিশের ঘর ছাড়াতে পারেননি। দুই ওপেনারের পর সর্বোচ্চ ৩৮ রান করেন হার্লিন দেওল। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ৪০ রানে ৫ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। রান তাড়ায় অধিনায়ক অ্যালিসা হিলির সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার ফিবি লিচফিল্ড, তিনি করেন ৪০ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি ৮৪ বলে পৌঁছান তিন অঙ্কে। ওয়ানডেতে এটা তার ষষ্ঠ ও বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি।
হিলি-ঝড় থামান শ্রী চারিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক ১০৭ বলে তিন ছক্কা ও ২১ চারে করেন ১৪২ রান। হিলির বিদায়ের পর আহত হয়ে মাঠ ছাড়েন পেরি। এরপর ব্যাট করতে নেমে দলকে টেনে নিয়ে যেতে থাকেন অ্যাশলি গার্ডনার। ৪৬ বলে ৪৫ রান করে গার্ডনার আউট হলে মাঠে ফেরেন পেরি। কিম গার্থকে নিয়ে তিনিই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত পেরি ৫২ বলে খেলেন ৪৭ রানের কার্যকর ইনিংস। ভারতের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন চারিনি। দুটি করে উইকেট নেন দীপ্তি শার্মা ও আমানজোত কৌর।
চার ম্যাচে তৃতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে চূড়ায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল । টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। আর চার ম্যাচে ভারতের জয়-পরাজয় সমান। ৪ পয়েন্ট নিয়ে ভারত আছে তিনে।