Game

2 hours ago

Indian football squad : সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা

Indian  football squad (symbolic picture)
Indian football squad (symbolic picture)

 

নয়াদিল্লি, ৬ অক্টোবর : রবিবার রাতে ভারতের সিনিয়র পুরুষ জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন, যারা স্বাগতিক দলের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের গ্রুপ সি-এর ফাইনাল রাউন্ডের ম্যাচের জন্য সিঙ্গাপুরে যাবে। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ভারতকে আতিথ্য দেবে। সিঙ্গাপুরের বিপক্ষে ডাবল-হেডারের প্রস্তুতির অংশ হিসেবে ব্লু টাইগার্স ২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে, যার হোম লেগটি ১৪ অক্টোবর গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।ভারত বর্তমানে গ্রুপ সি-তে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার নিচে, অন্যদিকে সিঙ্গাপুর একই খেলায় চার পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। গ্রুপের শীর্ষে থাকা দলটি ২০২৭ সালে সৌদি আরবের এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

ঘোষিত ভারতীয় দল:গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমিত সিং, গুরপ্রীত সিং সান্ধু।ডিফেন্ডার: আনোয়ার আলি, হামিংথানমাউইয়া রাল্টে, মোহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।মিডফিল্ডার: ব্র্যান্ডন ফার্নান্দেস, ড্যানিশ ফারুক ভাট, দীপক ট্যাংরি, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সাহল আবদুল সামাদ, উদন্ত সিং কুমাম।ফরোয়ার্ড: ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাকো, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

You might also like!