Game

1 hour ago

Barcelona vs Sevilla : সেভিয়ার কাছে চার গোলে হেরে গেল বার্সিলোনা

Barcelona  vs Sevilla (symbolic picture)
Barcelona vs Sevilla (symbolic picture)

 

বার্সিলোনা, ৬ অক্টোবর : লা লিগায় দাপট দেখানো বার্সিলোনা এবার সেভিয়ার মাটিতে শোচনীয় ভাবে হেরে গেল। চলতি মরসুমে সেভিয়ার ম্যাচের আগে পর্যন্ত অপরাজিত ছিল ফ্লিকের দল। সেই বার্সিলোনাকে ৪-১ গোলে হারিয়ে চমক দেখাল সেভিয়া। আলেক্সিস সানচেস ম্যাচের শুরুতে সেভিয়াকে এগিয়ে দেন। এরপরেই ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। তবে প্রথমার্ধে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মার্কাস র‍্যাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের কিছুই করতে পারেনি বার্সিলোনা। শেষ সময়ে দুটি গোল হজম করে ৪-১ এর বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সিলোনা।

বার্সিলোনা গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে আটটি। অপরদিকে সেভিয়ার ১৩ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। এদিন অবশ্য লামিন ইয়ামাল ও রাফিনহা-সহ আরও কয়েকজনকে ছাড়া খেলতে নেমেছিল বার্সিলোনা। লিগে প্রথম হারের স্বাদ পাওয়া বার্সিলোনার টেবিলের শীর্ষে ওঠা হল না। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্লিকের দল। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে সেভিয়া।

You might also like!