Game

5 hours ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ,আর্সেনালের সহজ জয়

Arsenal 1-0 Newcastle United, Premier League
Arsenal 1-0 Newcastle United, Premier League

 

লন্ডন, ৫ অক্টোবর : এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে। ডেকলান রাইস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা। ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২১টি শট নেয় আর্সেনাল, এর পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। তবে দিনের শেষ ম্যাচে চেলসিকে হারাতে পারলে ফের শীর্ষে ফিরবে লিভারপুল, ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে শিরোপাধারীরা। আসরে পঞ্চম হারের হতাশায় মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে দলটি।

You might also like!