Country

4 hours ago

Armed Forces Flag Day: অটল সাহসের সঙ্গে দেশকে রক্ষা করে সশস্ত্র বাহিনী, প্রধানমন্ত্রী

PM Modi Urges Public to Support Armed Forces Flag Day Fund
PM Modi Urges Public to Support Armed Forces Flag Day Fund

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : সাহসী সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, সশস্ত্র বাহিনীর অঙ্গীকার আমাদের দেশের প্রতি কর্তব্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী মোদী রবিবার এক্স মাধ্যমে লেখেন, "সশস্ত্র বাহিনীর পতাকা দিবসে, আমরা সেই সমস্ত সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অটল সাহসের সঙ্গে আমাদের দেশকে রক্ষা করেন।"

প্রধানমন্ত্রী আরও লেখেন, "তাঁদের শৃঙ্খলা, সংকল্প এবং চেতনা আমাদের জনগণকে রক্ষা করে এবং আমাদের দেশকে শক্তিশালী করে। তাঁদের অঙ্গীকার আমাদের দেশের প্রতি কর্তব্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। আসুন আমরা সশস্ত্র বাহিনী পতাকা দিবস ফান্ডেও অবদান রাখি।"

You might also like!