
শ্রীনগর, ৩ ডিসেম্বর : প্রবল শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই, বুধবার কাশ্মীর উপত্যকার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল শোপিয়ান। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
বিগত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্ত। বুধবার পহেলগাম, গুলমার্গ সর্বত্রই তাপমাত্রার হিমাঙ্কের নীচেই ছিল। জম্মুতেও উল্লেখযোগ্যভাবে কমছে তাপমাত্রা। পুলওয়ামাতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
