
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের গয়না মানেই এত দিন সোনা, হিরে কিংবা জড়োয়া—এ রকম প্রচলিত ধারাই মাথায় আসত। তবে সময় বদলে গেছে, আর সেই বদলের ছোঁয়া লেগেছে বিয়ের সাজপোশাকেও। এখন কনেরা বউভাতের ঐতিহ্যিক ফুলের গয়না ছাড়াও গায়ে হলুদের বিশেষ মুহূর্তে ঝলমলে ফুলের সাজে সজেন। এই সাজই এখন ট্রেন্ড, বরং বলা চলে—‘নিউ নর্ম্যাল’। গাঁদা, গোলাপ, জুঁই, টগর—বিভিন্ন টাটকা ফুলে তৈরি গয়নাই সবচেয়ে জনপ্রিয়। কনের গলা, হাত, চুল—সব জায়গাতেই দেখা যায় ফুলের গয়নার ছোঁয়া। বলিউড–টলিউডের নায়িকারা যেমন এই সাজে মুগ্ধ, তেমনই পাশের বাড়ির লাজুক কনেও আজকাল বেছে নেন এমনই প্রাকৃতিক সৌন্দর্যের শোভা। শুধু টাটকা ফুল নয়, কাপড় দিয়ে তৈরি কৃত্রিম ফুল, জরি, পুঁথি, দানার কারুকাজে বানানো নানান ডিজাইনের ফুলের গয়নাও এখন দারুণ জনপ্রিয়। এগুলো একদিকে যেমন টেকসই, অন্যদিকে পোশাকের সঙ্গে সহজেই মিলিয়ে নেওয়া যায়।
কোন পোশাকের সঙ্গে কোন ফুল?
* লাল পোশাক – সবচেয়ে মানানসই হলুদ ও সাদা ফুলের গয়না।
* গোলাপি পোশাক – বেছে নিন হলুদ বা ল্যাভেন্ডার রঙের ফুল।
* সবুজ পোশাক – দারুণ মানায় গোলাপি–সাদা মিশেলের ফুলের গয়না।
তবে যদি টাটকা ফুলের গয়না পরেন, তা যেন অনুষ্ঠানের সময় পর্যন্ত সতেজ থাকে—সেদিকে নজর রাখা জরুরি। আর কৃত্রিম ফুলের গয়না হলে চিন্তা একেবারেই কম; রং বা আকৃতি নষ্ট হওয়ার ভয় থাকে না।
ফুলের গয়না সতেজ রাখতে মেনে চলুন নিম্নলিখিত টিপস্ গুলি-
১। ফুলের গয়না ফ্রিজে রাখুন। ভুল করেও সূর্যের আলোতে রাখবেন না। যখন গয়না পরবেন তখনই ফ্রিজ থেকে বের করুন। তার বেশি আগে বের করবেন না।
২। ফুলের গয়না এসি ঘরে রাখতে পারেন। তবে মাঝে মাঝে জল স্প্রে করুন। তাতে বহুক্ষণ তরতাজা ভাব বজায় থাকবে।
৩। বাড়ি হোক কিংবা ফ্রিজ খোলা হাওয়া বা প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। পরিবর্তে হাওয়া-বাতাস চলাচল করতে পারে এমন বাক্সে রাখুন। তাতে ফুল অনেকক্ষণ টাটকা থাকবে।
তাই এই শীতের মরশুমে বিয়ে করলে আপনিও বেছে নিতেই পারেন ফুলের গয়না। তাতে আপনি যে আরও মোহময়ী হয়ে উঠবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
