Game

2 hours ago

India Vs West Indies, 1st Test Day 3: প্রথম টেস্ট; ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত তাদের তৃতীয় বৃহত্তম ইনিংসে জয় অর্জন করেছে

India Vs West Indies Highlights, 1st Test Day 3
India Vs West Indies Highlights, 1st Test Day 3

 

আহমেদাবাদ, ৪ অক্টোবর : শনিবার আহমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত তাদের তৃতীয় বৃহত্তম ইনিংসে জয় অর্জন করেছে। শুভমান গিলের নেতৃত্বাধীন দলটি সফরকারী দলকে এক ইনিংস এবং ১৪০ রানে হারিয়ে তিন দিনের মধ্যেই জয় নিশ্চিত করেছে। কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন, অন্যদিকে মোহাম্মদ সিরাজ বল হাতে নেতৃত্ব দেন এবং ৭ রানে ৭১ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড়ো জয় (শুধুমাত্র ইনিংসের জয়):

১) ইনিংস এবং ২৭২ রান (রাজকোট, ২০১৮)

২) ইনিংস এবং ১৪১ রান (রোসেউ, ২০২৩)

৩) ইনিংস এবং ১৪০ রান (আহমেদাবাদ, ২০২৫)

৪) ইনিংস এবং ১২৬ রান (মুম্বই, ২০১৩)

৫) ইনিংস এবং ১১২ রান (মুম্বই, ২০০২)।

You might also like!