হাওড়া, ৪ অক্টোবর : হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড! শনিবার ডোমজুড়ের দক্ষিণ বাড়ি রাজাপুর এলাকায় থার্মোকল কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। অন্যদিকে, ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হাওড়ার পাকুড়িয়াতে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং সাধারণ মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি থেকে অগ্নিকাণ্ড তা এখনও বোঝা না গেলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।