
কলকাতা, ৫ ডিসেম্বর : আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। নামবে তাপমাত্রার পারদও। পশ্চিমবঙ্গের সর্বত্রই থাকবে শীতের আমেজ। সপ্তাহান্তে অনেকটাই বাড়বে ঠান্ডা। শুক্রবার সকালেও শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা তুলনামূলক বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সকালে শিশির এবং কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ হবে। আগামী তিন-চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং তারপর একই রকম থাকবে তাপমাত্রা।
