Country

1 hour ago

UP bus inferno: উত্তর প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে ঝলসে মৃত্যু ৩ জনের, আহত ২৪

UP bus inferno
UP bus inferno

 

বলরামপুর, ২ ডিসেম্বর : ফের যাত্রিবাহী বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু। রাজস্থানের পরে এ বার উত্তর প্রদেশের বলরামপুরে। মঙ্গলবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ নাগাদ ফুলওয়ারিয়া বাইপাসে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেসরকারি বাসটি সোনাউলি থেকে দিল্লি যাচ্ছিল। বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন নেপালের বাসিন্দা। মালবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গিয়েছেন তিন যাত্রী। জখম হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলরামপুরের জেলাশাসক বিপিন কুমার এবং পুলিশ সুপার বিকাশ কুমার তাঁদের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, বাসটি ১০০ মিটার দূরে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। খুঁটিটি ভেঙে বাসের ওপর পড়ে যায়। বাসটি বিদ্যুৎস্পৃষ্ট হয়, শর্টসার্কিটের পর বাসে আগুন ধরে যায়।

You might also like!