
কলকাতা, ৭ ডিসেম্বর : উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে না, শীত জাঁকিয়ে বসতে শুরু করেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত শুক্রবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার তা ১৪.৫ ডিগ্রিতে নেমে যায়। আর রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সামান্য তাপমাত্রা বাড়লেও, রবিবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে জমজমাট ঠান্ডা মালুম হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দু’ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
