Entertainment

1 hour ago

Palash Muchhal: স্মৃতি-মন্ধানার বিয়ে বিলম্ব, প্রেমানন্দজি আশ্রমে পলাশ, নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা

Smriti Mandhana Fiance Palash Muchhal Update
Smriti Mandhana Fiance Palash Muchhal Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের সুরকার পলাশ মুছল এবং অভিনেত্রী স্মৃতি মন্ধানার বিয়ে আপাতত স্থগিত। এমনকি বিয়ে হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। পলাশের বিরুদ্ধে ‘চিটিং’য়ের অভিযোগ ওঠায় পরিস্থিতি বেশ জটিল হয়েছে। সম্প্রতি তাঁকে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে দেখা গেছে। ভাইরাল ছবি দেখে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ছড়িয়েছে। 

প্রেমানন্দজি আশ্রমে সেলিব্রিটি দর্শন নতুন কিছু নয়। বিরাট কোহলি-অনুষ্কা শর্মারাও প্রায়ই সেখানে যান। বিরাট কোহলি-অনুষ্কা শর্মারাও প্রায়ই কানপুরের আশ্রমে যান। এবার সেখানে দেখা গেল পলাশকে। মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও তাঁকে চিনতে অসুবিধা হয়নি। বিশেষ করে কোঁকড়ানো চুল ও হাতের মেহেন্দি দেখে অনেকেই পলাশকে চিনতে পেরেছেন। অনেকে মন্তব্য করেছেন, পলাশ এখানে ‘প্রায়শ্চিত্ত করতে’ গিয়েছেন। আবার অনেকে তুলনা করেছেন, “১৮ নম্বর জার্সির সমস্যা মেটাতে প্রেমানন্দজি মহারাজই ভরসা।” 

সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে পলাশকেও ভাইরাল ইনফেকশন ও অ্যাসিডিটির কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বিয়ের কোরিওগ্রাফার এবং অন্য মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাট নিয়ে চর্চা তুঙ্গে। এসব কারণে বিয়ে নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্মৃতি ও তাঁর পরিবার। সম্প্রতি পলাশকে বিমানবন্দরে দেখা যায়। পাপারাৎজ্জিরা ঘিরে ধরলেও তিনি হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সঙ্গে ছিলেন তাঁর মা অমিতা ও আত্মীয়েরা, যাঁরা সকলেই হাসিখুশি ছিলেন। এই দৃশ্যও নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে।  

You might also like!