
মুম্বই, ২ ডিসেম্বর : কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানে মানববোমা রাখার হুমকি। মঙ্গলবার সকালে ই-মেলে হুমকি পাওয়ার পরেই বিমানের মুখ ঘোরানো হলো মুম্বইয়ের দিকে। সূত্রের খবর, দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই ই-মেল পেয়েই হায়দরাবাদ বিমাবন্দর কর্তৃপক্ষকে তা জানিয়ে দেন। এরপরই সতর্কতামূলক সব ব্যবস্থা গ্রহণ করা হয়। মুম্বই বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি জরুরি অবতরণ করে।
মঙ্গলবার কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ককে ঘিরে শোরগোল পড়ে যায়। বিমানটিকে মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়। নিরাপদেই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। যেখানে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য আইসোলেশন স্থানে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
